IQNA

২০টি দেশ থেকে সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

0:01 - February 04, 2021
সংবাদ: 2612203
তেহরান (ইকনা): মহামারী করোনার সংক্রমণ রুখতে ২০টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করল সৌদি আরব। মঙ্গলবার এ নিষেধাজ্ঞা জারি করা হয়, তবে কার্যকর হয় বুধবার রাত ৯টা থেকে।

তবে সাময়িক এ নিষেধাজ্ঞার আওতায় নেই দুই দেশের কূটনীতিবিদ, সৌদির নাগরিক, চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী এবং তাদের পরিবার।

ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা দেশগুলো হলো, সংযুক্ত আরব আমিরাত, মিসর, লেবানন, তুর্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, আয়ারল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড, সুইডেন, ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও জাপান। করোনাভাইরাসের নতুন স্ট্রেন বৃদ্ধির প্রেক্ষিতে নেয়া হলো নতুন এ পদক্ষেপ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে মহামারী হিসেবে ঘোষণার দুই সপ্তাহ পর গত বছরের ১৪ মার্চ প্রথম দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে সৌদি আরব। এরপর এ বছরের ৩ জানুয়ারি থেকে আকাশ, স্থল ও সাগরপথে পুনরায় যাতায়াত শুরু হয়।
সূত্র : আরব নিউজ

captcha