IQNA

সু চির দলকে ভেঙে দিতে পারে মিয়ানমারের নির্বাচন কমিশন - ছবি- সংগৃহীত

0:02 - May 23, 2021
সংবাদ: 2612837
তেহরান (ইকনা): অং সান সু চির দল ‘ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি’ সম্পর্কে ক্ষমতা দখলদার সামরিক বাহিনীর মনোনয়নপ্রাপ্ত মিয়ানমারের নির্বাচন কমিশনের প্রধান বলেছেন, নির্বাচনে জালিয়াতির সাথে সংশ্লিষ্টতা ও দলটির নেতাদের বিশ্বাসঘাতকতার কারণে কমিশন অং সান সু চির দলটিকে ভেঙে দিতে পারে। শুক্রবার তিনি এসব কথা বলেন।

অং সান সু চির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি ২০১৫ সালে বিপুল ভোটে জয়লাভ করে ক্ষমতায় আসে। এরপর সু চির দল ২০১৫ সালের চাইতেও বেশি সংখ্যাগরিষ্ঠতা পায় গত নভেম্বরের নির্বাচনে।

নির্বাচনে জয়লাভ করে দ্বিতীয় দফা ক্ষমতা গ্রহণের আগেই চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশটির সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নেয়। মিয়ানমারের নেত্রী সূ চিকে গ্রেফতার ও রাষ্ট্রপতিকে গৃহবন্দী করা হয়। একইসাথে ক্ষমতাচ্যুৎ দলটির একাধিক নেতা ও কর্মকর্তাদের আটক করা হয়। মিয়ানমারে ফের শুরু হয় সামরিক জান্তাদের দমন ও নির্যাতনের নতুন অধ্যায়। ভয়েস অব আমেরিকা

captcha