IQNA

এক থানায় হাজিরা এড়ালেন বিতর্কিত মন্তব্যকারী নূপুর শর্মা

14:01 - June 13, 2022
সংবাদ: 3471981
তেহরান (ইকনা): ভারতের বিজেপি নেত্রী নূপুর শর্মা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় দেশে-বিদেশে প্রতিবাদের ঝড় উঠেছে। ভারতের বিভিন্ন স্থানের পুলিশ এ বিষয়ে তার বক্তব্য জানতে চাইছে। এর মধ্যে সোমবার একটি থানায় হাজিরা পিছিয়ে দেওয়া হয়েছে।
সোমবার মহারাষ্ট্রের থানের ভিওয়ান্ডা থানায় হাজির হওয়ার কথা ছিল অবমাননাকর মন্তব্যকারী নূপুর শর্মার।
 
ভিওয়ান্ডা থানা তার আবেদন মঞ্জুর করে কয়েকদিন পর দেখা করার নির্দেশ দিয়েছে।  
মহারাষ্ট্রের থানের মুমব্রা থানাতেও মামলা হয়েছে নূপুরের নামে। সেখানে তাঁর হাজির হওয়ার কথা ২৫ জুন। দুই থানাই তাঁর বক্তব্য নথিভুক্ত করতে চায়।  
 
এদিকে বিজেপি নেত্রী নূপুর শর্মাকে সোমবার সমন পাঠিয়েছে কলকাতা পুলিশ। আগামী ২০ জুন নারকেলডাঙা থানায় তাঁকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  
 
পশ্চিমবঙ্গের কাঁথিতেও নূপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।  এদিন সুপ্রিম কোর্টেও মামলা করেছেন তৃণমূল নেতা আবু সোহেল। তিনিই কাঁথি থানায় অভিযোগ করেছিলেন।  
 
ঘটনার কেন্দ্রবিন্দু উত্তর ভারত হলেও তার আঁচ এসে পড়েছে পশ্চিমবাংলার বিভিন্ন জেলাতেও। গত বৃহস্পতিবার থেকে হাওড়ার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ হয়েছে। আগুনে পুড়েছে গাড়ি-দোকান।
 
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অন্য রাজ্যের নেতাদের করা অন্যায়ে কেন ভুগবে বাংলার আমজনতা? তার চেয়ে বিজেপি নেত্রীর বিরুদ্ধে বাংলার বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করা হোক। দৃশ্যত সেই পরামর্শ মেনেই রাজ্যের একাধিক থানায় এফআইআর দায়ের হয়েছে নূপুরের বিরুদ্ধে।
 
সূত্র : সংবাদপ্রতিদিন, দ্য ওয়াল
captcha