IQNA

ইরানের প্রেসিডেন্ট;

সামাজিক পুঁজি বৃদ্ধি ১৩তম সরকারের সুপার প্রকল্প

20:38 - July 13, 2022
সংবাদ: 3472126
তেহরান (ইকনা): ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি জনগণকে যথাযথ সেবা প্রদানের জন্য প্রতিষ্ঠানসমূহের দৃষ্টি আকর্ষণ এবং তাদের দাবির প্রতি গুরুত্বারোপ করেন এবং জনগণের সেবা এবং সমাজে শান্তি ও আশা রক্ষার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই উল্লেখ করে তিনি ত্রয়োদশ সরকারের সুপার প্রজেক্ট হিসেবে সামাজিক পুঁজি ও মানুষের হৃদয়ে আশার সঞ্চার করার কথা উল্লেখ করেন।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইরান কখনোই ন্যায়সঙ্গত ও যৌক্তিক অবস্থান থেকে সরে আসবে না এবং ইরানের বিরুদ্ধে শক্তির ভাষা প্রয়োগের অধিকার বিশ্বের কারো নেই। তিনি আজ (বুধবার) মন্ত্রীসভার বৈঠকে এ কথা বলেন।
 
রায়িসি আরও বলেন, মার্কিন সরকার বলছে ইরানকে পরমাণু সমঝোতায় ফিরে যেতে হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে ইরান কখনোই পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যায়নি। ফলে তাদের এ আহ্বান অর্থহীন। আমেরিকাই পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে এবং তারা চুক্তি লঙ্ঘন করেছে।
 
পশ্চিম এশিয়ায় মার্কিন নেতাদের সফর প্রসঙ্গে তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলের অবস্থানকে শক্তিশালী করার পাশাপাশি কোনো কোনো দেশের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্থাপন করিয়ে দেওয়াই যদি হয় এসব সফরের উদ্দেশ্য তাহলে বলব এসব চেষ্টা-প্রচেষ্টা ইহুদিবাদীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না।
 
ইরানের প্রেসিডেন্ট মার্কিন নেতাদেরকে উদ্দেশ্য করে বলেন, 'পশ্চিম এশিয়ায় আপনাদের আচরণ, কর্মকাণ্ড এবং সফরের প্রভাব যদি বুঝতে চান তাহলে এই অঞ্চলের জনগণের বক্তব্য ও দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন। ইহুদিবাদ এবং তাদের অপরাধযজ্ঞের বিষয়ে জনগণের ঘৃণা বেড়েছে।'
 
রায়িসি আরও বলেন, যারাই আমেরিকার পক্ষ থেকে আমাদের কাছে বার্তা পৌঁছে দিয়েছে তাদেরকে আমরা জানিয়েছি ইরানের ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে সামান্যতম পদক্ষেপেরও কঠোর জবাব দেওয়া হবে। iqna
captcha