IQNA

কাজাখস্তানের প্রেসিডেন্টের কাবাঘরে প্রবেশ + ভিডিও

20:29 - July 27, 2022
সংবাদ: 3472192
তেহরান (ইকনা): মক্কায় ওমরাহ পালনের সময় কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসেম জোমার্ট টোকায়েভের পবিত্র কাবাঘরে প্রবেশ করার তৌফিক হয়েছে।

কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসেম জোমার্ট টোকায়েভ মক্কায় ওমরাহ পালনের সময় কাবাঘর ভিতরে জিয়ারত করেছেন।
ওমরাহ অনুষ্ঠান শেষে কাজাখস্তানের প্রেসিডেন্ট আল্লাহর ঘর পরিদর্শন করেন। পবিত্র কাবা ঘরের ভিতরে প্রবেশের সময় তার সাথে সৌদি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 
কাবার ঘর শুধুমাত্র ব্যতিক্রমী এবং বিশেষ পরিস্থিতিতে জিয়ারতকারীদের জন্য উন্মুক্ত করা হয় এবং এবার এই পবিত্র স্থানটি কাসিম জোমার্ট টোকায়েভের জন্য খুলে দেওয়া হয়েছে।
১৯৫৩ সালের ১৭ই মে কাসেম জোমার্ট টোকায়েভ জন্মগ্রহণ করেন। তিনি কাজাখস্তানের একজন রাজনীতিবিদ এবং কূটনীতিবিদ। কাসেম জোমার্ট টোকায়েভ  ২০১৯ সালের ২০শে মার্চ কাজাখস্তানের দ্বিতীয় প্রেসিডেন্ট হন। 4073698
 

 

captcha