IQNA

বিপ্লবের শুরু থেকে আজ পর্যন্ত জনগণই মূল নায়ক: ইরানের সর্বোচ্চ নেতা

17:12 - August 30, 2022
সংবাদ: 3472374
তেহরান (ইকনা): ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইরানের ইসলামি বিপ্লবের শুরু থেকে আজ পর্যন্ত সব ঘটনায় জনগণই ছিলেন মূল নায়ক। আর এই বাস্তবতায় রয়েছে সবার জন্য শিক্ষা। জনগণের সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কীভাবে আচরণ করতে হবে এখানে এই শিক্ষা রয়েছে।
ইরানে জাতীয় সরকার সপ্তাহ উপলক্ষে আজ (মঙ্গলবার) সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাত করেন প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও মন্ত্রিসভার সদস্যরা। ১৯৮১ সালের এই দিনে অর্থাৎ ৩০ আগস্ট এক বোমা বিস্ফোরণে তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মাদ আলী রাজায়ি ও প্রধানমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ বহোনার শাহাদাৎবরণ করেন। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ইরানে প্রতি বছর ২৪ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত সরকার সপ্তাহ পালিত হয়। পার্সটুডে
 
ইরানের সর্বোচ্চ নেতা আজ প্রেসিডেন্ট ও মন্ত্রীদের সঙ্গে বৈঠকে শহীদ রাজায়ি ও বহোনারকে ইসলামি বিপ্লবী ইরানের দুই জন আদর্শ ব্যবস্থাপক হিসেবে বর্ণনা করে বলেন, শাহাদাত হচ্ছে এই দুই প্রিয় ব্যক্তিত্বের জন্য আল্লাহর পক্ষ থেকে উপযুক্ত উপহার। 
 
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আরও বলেন, বড় ঘটনাগুলোকে ভুলে যাওয়া বা উপেক্ষা করা পতন হিসেবে গণ্য হয়। এটা করা যাবে না।
 
ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, যেসব বিষয় বা ঘটনা সব সময় মানুষের মনে থাকা প্রয়োজন সেগুলোর কয়েকটি হলো- বিপ্লবের সময় গণজাগরণ, সাম্রাজ্যবাদের মোকাবেলায় বিপ্লবের বিস্ময়, বিশ্বের বলদর্পীদের নিরবচ্ছিন্ন শত্রুতা, সাদ্দামের বিমান হামলার মোকাবেলায় রাজধানীসহ গোটা দেশের অরক্ষিত অবস্থা, বিপ্লবের প্রথম দিকে গোটা দেশে সন্ত্রাসীদের তৎপরতা ও অনিরাপত্তা বৃদ্ধি, বিপ্লবের পর বিভিন্ন সরকার ও সংসদের কর্মতৎপরতা, পবিত্র প্রতিরক্ষা যুদ্ধসহ বিভিন্ন ফ্রন্টে শত্রুর মোকাবেলায় গোটা জাতির নীতিনির্ধারণী ভূমিকা এবং মিছিল-সমাবেশসহ নানা অনুষ্ঠানে জনগণের প্রশংসনীয় উপস্থিতি।  এ সময় তিনি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র সাবেক প্রধান শহীদ কাসেম সোলাইমানির জানাজা ও দাফন অনুষ্ঠানে মানুষের ব্যাপক উপস্থিতির কথা স্মরণ করেন।
 
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইরানের বর্তমান সরকারের নানা সাফল্য তুলে ধরে বলেন, মানুষের মনে আবারও আশা সঞ্চারিত করা ও আস্থা জাগিয়ে তোলা এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্য। তিনি আরও বলেন, জনগণ দেখছে সরকার মাঠে রয়েছে এবং জনগণের সমস্যা সমাধান ও তাদের সেবা দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বাস্তবতা মানুষের মধ্যে আবারও আশা সঞ্চারিত করতে ও আস্থা জাগাতে অনেকটাই সফল হয়েছে। অবশ্য সরকারের এসব প্রচেষ্টা কোনো কোনো ক্ষেত্রে সফল হয়েছে এবং কিছু ক্ষেত্রে এখন পর্যন্ত প্রয়োজনীয় সাফল্য আসেনি। 4081905
captcha