IQNA

দুবাই ইসলামী ব্যাংকের সবুজ অর্থায়নের পরিকল্পনা

0:02 - October 26, 2022
সংবাদ: 3472712
তেহরান (ইকনা): দুবাই ইসলামী ব্যাংক পবিবেশবান্ধব ও সামাজিক প্রকল্পে অর্থায়নের পরিকল্পনা করছে। গত শুক্রবার প্রকাশিত ‘টেকসই অর্থনৈতিক পরিকল্পনা’র অধীনে তা করা হবে। ব্যাংক থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পরিকল্পনাটি ঋণদাতাকে সবুজ ও টেকসই অর্থনীতি সংক্রান্ত খাতে ইসলামী বন্ড ও লোন প্রদানের অনুমতি দেবে। এসব খাতের মধ্যে আছে নবায়নযোগ্য জ্বালানি, পরিচ্ছন্ন যানবাহন, সবুজ ভবন ও জলীয় বর্জ্যের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও সাশ্রয়ী মূল্যের আবাসন ব্যবস্থা।
বর্তমানে টেকসই ও সবুজ অর্থনীতি সংক্রান্ত খাতে চাহিদা বেড়েছে বিনিয়োগকারীদের এবং উপসাগরীয় দেশগুলোসহ সমগ্র মধ্যপ্রাচ্যে এ বিষয়ে বিপুল আগ্রহ সৃষ্টি হয়েছে। সুতরাং সংশ্লিষ্ট খাতে বিনিয়োগের সুযোগও বৃদ্ধি পেয়েছে। সবুব বন্ড ইস্যু করার ফলে ঋণগ্রহীতারা বিভিন্ন অঞ্চলের বিনিয়োগকারীদের থেকে অর্থসংগ্রহের সুযোগ পাবে। সম্প্রতি সৌদি আরবের ‘সোভরেইন পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড’ সবুজ বন্ড থেকে ৩ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে এবং গত মাসে আবুধাবি ব্যাংক প্রথমবারের মতো সবুজ বন্ড থেকে সাত শ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে।
 
উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনবিষয়ক পরবর্তী দুই আন্তর্জাতিক সম্মেলন কপ২৭ ও কপ২৮ যথাক্রমে মিসর ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা আছে।
 
সূত্র : মিনাএফএন
captcha